দৌলতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র, আদর্শ সদর, কুমিল্লা (Daulatpur Sub-Centre):
৹ প্রজনন স্বাস্থ্য পরিচর্যা (Reproductive Health Care),
৹ শিশু স্বাস্থ্য পরিচর্যা (Child health Care),
৹ সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (Communicable Disease Control),
৹ সাধারণ রোগ সমূহের সীমিত নিরাময় মূলক সেবা প্রদান (Limited Curative Care),
৹ যোগাযোগর মাধ্যমে দৃষ্টিভঙ্গি, আচরণ বা অভ্যাসের পরিবর্তন (Behavior Change Communication- BCC)।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UHFWC):
৹ আগত ও রেফারকৃত সকল রোগীর রেজিষ্ট্রেশন করা,
৹ প্রথম রেফার্যাল সেবা কেন্দ্র হিসেবে কমিউনিটি ক্লিনিক হতে রেফারকৃত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান ওজটিল রোগীদেরকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সে বা উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ,
৹ কমিউনিটি ক্লিনিক এবং স্যাটেলাইট ক্লিনিক গুলোতে প্রদত্ত সেবা পরিদর্শন, পরিবীক্ষণ ও তত্ত্বাবধান,
৹ নারী ও শিশুর জন্য অনুকুল পরিবেশ নিশ্চিত করে মা ও শিশুদের সেবা প্রদান,
৹ শিশুদের রোগের সমন্বিত চিকিৎসা (IMCI) প্রদান,
৹ কমিউনিটি ক্লিনিক হতে রেফারকৃত প্রসূতিদের প্রসব-পূর্ব, প্রসব-উওর, প্রসবকালীন এবং নবজাতকের সেবা প্রদান,
৹ জরুরী প্রসব সেবা সহ (EOC) প্রসূতির বিশেষ পরিচর্যা নিশ্চিতকরণ,
৹ প্রজনন তন্ত্রের সংক্রমণ রোগের (যৌন রোগ সহ) ক্ষেত্্রে (RTI) লক্ষণ-ভিত্তিক চিকিৎসা এবং এইচআইভি/এইড্স সম্পর্কে পরামর্শ ( Counselling) দান,
৹ সকল পুষ্টি কার্যক্রম বিশেষ করে মহিলা ও শিশুদের অপুষ্টি দূরীকরণের লক্ষে্য গৃহিত কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন,
৹ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী গর্ভনিরোধক সেবা প্রদান এবং সেগুলি গ্রহণের ফলে উদ্ভূত পার্শ্ব-প্রতিক্রিয়া/জটিলতার চিকিৎসা,
৹ মাসিক নিয়মিতকরণ (MR) এবং ঝঁুকিপূর্ণ গর্ভপাত জনিত জটিলতার ব্যবস্থাপনা,
৹ স্বাস্থ্য, খাদ্য, রোগ প্রতিষেধক টিকা, কৃমি, মায়ের দুধ খাওয়ানো, পেটের পীড়া ইত্যাদি বিষয়ে কেন্দ্রে আগত সেবা গ্রহণকারীদের গ্রুপ-ভিত্তিক পরামর্শ,
৹ সংক্রামক রোগ,ছঁোয়াচে রোগ, নতুন রোগ এবং পুনরাবির্ভূত রোগগুলি নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ,
৹ সাধারণ জখম, সর্প দংশন, কুকুরে কামড়ানো, পানিেত ডোবা, বিষ-পান, জ্বর, ব্যাথা, হঁাপানি, চর্ম রোগ এবং চোখ, দঁাত ও কানের সাধারণ রোগের ক্ষেত্র প্রাথমিক চিকিৎসা প্রদান,
৹ আপদকালীন ও জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,
৹ মহামারী রোগ বিস্তার সম্পর্কে সর্তকতা অবলম্বন এবং প্রাদুর্ভাব দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,
৹ প্রবীণ জনগোষ্ঠীকে সুস্থ জীবন যাপনে পরামর্শ (Counselling) ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান,
৹ কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধি সংক্রান্ত পরামর্শ (Counselling) ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান,
৹ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (Management Information System) এর জন্য নির্ধারিত ফরম পূরণ পূর্বক পরবর্ত্তী কার্যক্রমের জন্য তা সাপোর্ট সার্ভিসেস ইউনিটে প্যেরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস